Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / জাটকা রক্ষায় ৩ ইউপিতে জেলেদের মাঝে চাল বিতরণ
জাটকা রক্ষায় ৩ ইউপিতে জেলেদের মাঝে চাল বিতরণ

জাটকা রক্ষায় ৩ ইউপিতে জেলেদের মাঝে চাল বিতরণ

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী, কল্যাণপুর ও বিষ্ণুপুর ইউনিয়নের জেলেদের মাঝে মঙ্গলবার (২১ মার্চ) চাল বিতরণ করা হয়েছে।

চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেক জেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার মেঘনা নদীনে সকল প্রকার মাছধরা নিষেদ্ধ করা হয়। মার্চ এপ্রিল দু’মাস চাঁদপুরের মেঘনা জাটকা রক্ষা কার্যক্রমে অভয়আশ্রম ঘোষণা করেছে সরকার।

অভয়াশ্রম চলাকালীন সময়ে জেলে পরিবারের সহায়তাস্বরূপ হিসেবে তাদের সহযোগিতায় সরকারি উদ্যোগে চাল বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।

প্রত্যেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মেম্বার ও সচিবগন উপস্থিত থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করেন।

চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন, মৎষ্য অফিসার শাখাওয়াত হোসেন, টেক অফিসার সাধনা রানী দেবনাথ, ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ঈমাম হাসান রাসেল গাজী, কল্যালপুর ইউনিয়ন চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামিম, সচিব আনোয়ার হোনেন গাজী, ইউপি সদস্য আলমগীর হোসেন পাটওয়ারী।

চেয়ারম্যানরা জানান, অভয়াশ্রম চলাকালীন সময় জেলে পরিবারের সহায়তাস্বরূপ তাদেরকে এ চাল দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারো ৪০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

প্রতিবেদক-শরীফুর ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ২৫ পিএম, ২১ মার্চ ২০১৭, মঙ্গলবার
এজি/এইউ

Leave a Reply