Home / চাঁদপুর / চাঁদপুর পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান‎
Ucched

চাঁদপুর পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান‎

চাঁদপুর পৌরসভার উদ্যোগে শহর এলাকায় রাস্তার ওপর ও ফুটপাতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাস ধরে চলমান এই অভিযানের অংশ হিসেবে বুধবার (১৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরাণবাজার ও নতুন বাজারের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এইদিন পৌরসভার একদল উচ্ছেদ কর্মী নিজস্ব গাড়িযোগে পুরাণবাজার রয়েজ রোড়, লোহারপোল, নতুন বাজারের পালবাজার ও কালিবাড়িতে এ উচ্ছেদ অভিযান চালায়। এসময় ফুটপাত দখল করা অবৈধ স্থাপনাগুলো পৌরসভার উচ্ছেদ কর্মীরা ভেঙ্গে দেয়।

পৌরসভার উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, চাঁদপুর পৌরস মেয়র নাছির উদ্দিন আমহেদের নির্দেশে শহরের বিভিন্ন সড়কে সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

তারা জানায়, মেয়র মহোদয়ের নিদেশ হলো, রাস্তা দিয়ে গাড়ি আর ফটপাত দিয়ে মানুষ চলাচল করবে। এই দুই স্থানে কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে পৌর কতৃপক্ষ তা উচ্ছেদ করে দিবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply