Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ধানের শীষ প্রার্থী লায়ন হারুনের বাড়ি ভাংচুর
Lion-Home-attack-
সাবেক এমপি ও ধানের শীষ প্রার্থী লায়ন হারুনের বাড়ির ২য় তলায় ভাংচুর। ছবি- চাঁদপুর টাইমস।

ফরিদগঞ্জে ধানের শীষ প্রার্থী লায়ন হারুনের বাড়ি ভাংচুর

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে দিনে দুপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হারুনুর রশিদের বাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর ২০১৮ খ্রি.) বিকাল তিনটা হতে প্রায় ঘন্টাব্যাপি এ ভাংচুরের ঘটনা ঘটে উপজেলার মান্দারখিল গ্রামের নিজ বাড়িতে। দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রায় শতাধিক যুবক হামলা চালায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনার সময় অন্তত ৬০-৭০টি মোটরবাইকে চড়ে শতাধিক যুবক হারুনের বাড়িতে ঢুকে। তারা হৈ হুল্লোড় ও ডাকচিৎকার দিয়ে দ্বিতল বিশিষ্ট পাকা বসতঘরে ভাংচুর চালায়। আচমকা এ হামলার ঘটনায় বাড়ির অন্যান্য ঘরের নারী-পুরুষের কান্নাকাটির আওয়াজ শোনা যায় – জানিয়েছেন প্রতিবেশীরা।

হামলার সময় সাবেক এমপি হারুনের ঘরের তত্ত্বাবধায়ক রুবেল মসজিদে নামাজরত ছিলেন।

এসর্ম্পকে রুবেল সাংবাদিকদের জানায়, প্রায় শতাধিক যুবক জয়বাংলা শ্লোগান দিয়ে অস্ত্রসস্ত্র নিয়ে মোটরসাইকেল যোগে এসে বাড়িতে হামলা চালায়। তারা প্রায় একঘন্টা ধরে বাড়িতে তা-ব চালিয়ে বাড়ির দরজা জানালা ভাংচুরসহ আতংক সৃষ্টি করে।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে বৃহস্পতিবার হারুনুর রশিদ ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগেই এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ওই বাড়িসহ এলাকাবাসী নিরাপত্তা হীনতায় ভূগছেন বলে জানিয়েছেন।
এ ব্যপারে ফরিদগঞ্জ থানার সেকেন্ড অফিসার মমিনুল হক জানিয়েছেন, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছেছে। শান্তি শৃংখলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছেন।

এ ব্যপারে কথা বলার জন্য প্রার্থী হারুনুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

তবে তার সহকারী আতিকুর রহমান মুঠোফোনে চাঁদপুর টাইমসকে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে এ হামলা চালিয়েছে। তবে তিনি কে বা কারা হামলা চালিয়েছে সুর্নিদিষ্ট করে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।’

স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদগঞ্জ
২৭ ডিসেম্বর, ২০১৮