Home / চাঁদপুর / চাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে সাংস্কৃতিক অনুষ্ঠান
edu mala

চাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুরে ‘ মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এ শ্লোগানকে ধারণ করে চাঁদপুর হাসান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (১২ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে আয়োজিত মেলার ফিতা কেটে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.মাসুদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দিন, সদরের শিক্ষা অফিসার নাজমা বেগম,ফরিদগঞ্জের শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান, কচুয়ায় শিক্ষা অফিসার ইকবুল মুনসুর, মতলব উত্তরের শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, হাজীগঞ্জের শিক্ষা অফিসার জাহাঙ্গীর বুলবুল, হাইমচরের শিক্ষা অফিসার মো. হাসানুজ্জামান, শাহরাস্তির শিক্ষা অফিসার সিরাজুল আলম, মতলব দক্ষিণের শিক্ষা অফিসার শহিদুল হক মোল্লাসহ বিভিন্ন স্তরের শিক্ষা অফিসার ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রতিবেদক: কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ৮:১০ পিএম ১২ মার্চ ২০১৮,সোমবার
এজি