Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
IMG_20180906_164709

চাঁদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যে ৪৭তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ এর ফাইনাল খেলা বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আউটার স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

তিনি বলেন, ‘ খেলাধূলা শিক্ষার একটি অংশ।আমাদের অনেক কোমলমতি শিক্ষার্থী আছে যাদের মাঝে বিভিন্ন সুপ্ত প্রতিভা রয়েছে।আমাদের উচিত তাদের গুণগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে। বই পড়ার পাশাপাশি ক্রীড়ার দিকে মনোযোগী হতে হবে।ক্রীড়ায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদেরকে ক্রীড়ায় এগিয়ে নিতে ব্যাপক কর্মকান্ড হাতে নিয়েছে। শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টিতে অভিভাবকদেরকেও দায়িত্ব নিতে হবে।’

গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নাজির আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহাজাহান মিয়া।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কাসেম, প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, প্রধান শিক্ষক হুমায়ূন কবির আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোর আন তেলোয়াত করেন আহম্মদিয়া মাদ্রাসার রিফাত হোসেন এবং গীতা পাঠ করেন হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ।

খেলায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন। শিক্ষাথীদের ফুটবল ,সাঁতার,ফুটবল,হ্যান্ডবল ও কাবাডিসহ বিভিন্ন ইভেন্টের বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে ।

প্রতিবেদক: আনোরুল হক

Leave a Reply