Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে গরু হ্রষ্ট-পুষ্টকরণ প্রশিক্ষণ সম্পন্ন
COW-1............
প্রতীকী ছবি

চাঁদপুরে গরু হ্রষ্ট-পুষ্টকরণ প্রশিক্ষণ সম্পন্ন

চাঁদপুরে গরু হ্রষ্ট-পুষ্টকরণ ১ দিনের প্রশিক্ষণ বুধবার (২০ মার্চ ) উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কার্যালয়ে সম্পন্ন হয়েছে। চাঁদপুর সদরের গরু প্রতিপালনে খুবই আগ্রহ এমন ৩০ জন প্রতিপালনকারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষক ডা.সুবোধ কুমার দাস এ তথ্য জানান। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রাণিসম্পদ বিভাগের জেলা কর্মকর্তা ডা.আবদুল মোতালেব ও ডা.সুবোধ কুমার দাস।

গ্রামে গরু উন্নত ও সফলভাবে প্রতিপালনের ক্ষেত্রে সাধারণ জ্ঞান , সহজ ও লাভবান হওয়ার জন্যে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে বলে জানা যায়।
প্রাপ্ত তথ্য মতে, ২০১৮ ডিসেম্বর পর্যন্ত চাঁদপুর জেলার ৮ উপজেলায় ৩ লাখ ৪৭ হাজার ৫ শ’১৫ টি গরু ও ১ লাখ ৩৬ হাজার ৭শ ৪৭ টি ছাগল বর্তমানে প্রতিপালিত হচ্ছে।

বার্তা কক্ষ
২০ মার্চ ২০১৯