Home / চাঁদপুর / প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা
jela-awamiligue

প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুন) সন্ধ্যায় শহরের পৌল টাউনহল মার্কেটে জেলা আওয়ামী লীগ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ কুমার দাস, তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, দপ্তর সম্পাদক মো. শাহ আলম মিয়া, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, উপদেষ্টা এসএম সালাউদ্দিন আহমেদ, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, জেলা মহিলা লীগের সদস্য কাউন্সিলর আয়শা রহমান, মৎস্যজীবী লীগের সভাপতি আ. মালেক দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন, মজিবুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, । জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহা-সড়কে এগিয়ে যাচ্ছে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হেেল আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হলো এদেশের সকল শ্রেণীপেশার সাধারণ মানুষের দল। এই দল ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়।

বক্তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে আমাদের মাথা অনেক উচু করেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মানবতার মা স্বীকৃতি পেয়েছে। শুধু তাই নয় বিভিন্ন উপাধিকে ভোষিত হয়েছে। বাংলাদেশের মানুষ আজ জননেত্রী শেখ হাসিনার জন্য সন্মানিত হয়েছে। আমাদের কিছু কর্মী আছেন তারা দল আর নেত্রী বাদ নিয়ে নেতার পেছনে ঘুরেন। এই বিষয়টি আমাদের বাদ দিতে হবে। দল এবং নেত্রীকে হৃদয়ের মধ্যে গেঁথে রাখতে হবে। যে কোনো সময় দলের স্বর্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রতিবেদক- আশিক বিন রহিম