Home / চাঁদপুর / চাঁদপুরের মেঘনায় সহস্রাধিক যাত্রী নিয়ে লঞ্চ আটকা
launch

চাঁদপুরের মেঘনায় সহস্রাধিক যাত্রী নিয়ে লঞ্চ আটকা

চাঁদপুরে মতলব উত্তরের মেঘনা নদীর চরে সহস্রাধিক যাত্রী নিয়ে সপ্তবর্ণা-৯ নামের একটি লঞ্চ আটকা পড়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে বোগদাদিয়া ও সোনারতরী নামের দুটি লঞ্চ আটকা পড়া লঞ্চটির যাত্রীদের উদ্ধারে চেষ্টা করছে। সোনারতরী লঞ্চে দীপ্তি নামের এক যাত্রী এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বরগুনাগামী লঞ্চটি রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসে। পরে গভীর রাতে ঘনকুয়াশায় উত্তর মতলব উপজেলার ষাটনল এলাকার মেঘনার চরে আটকা পড়ে। লঞ্চে আটকা পড়া যাত্রীদের চাঁদপুরের ২টি লঞ্চ বোগদাদিয়া ও সোনারতরী দিয়ে উদ্ধার করে গন্তব্যস্থলে প্রেরণ করার হচ্ছে।

লঞ্চের সকল যাত্রীদেরকে অন্য লঞ্চে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে বলে মতলব উত্তর উপজেলার ষাটনল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
১১ ফেব্রুয়ারি,২০১৯