Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / গ্রামীণ ব্যাংক মতলব ষাটনল শাখার সিনিয়র কর্মকর্তা নুরুল আমিনের মৃত্যু
grameen-bank

গ্রামীণ ব্যাংক মতলব ষাটনল শাখার সিনিয়র কর্মকর্তা নুরুল আমিনের মৃত্যু

চাঁদপুর যোনের অধীন মতলব উত্তরের ষাটনল শাখার সিনিয়র কর্মকর্তা (২য় কর্মকর্তা) মো.নূরুল আমিন আজ ২৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নিজ বাড়ি নোয়াখালী জেলার মাইজদির উদারহাট গ্রামে আকস্মিক হ্রদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে মৃত্যবরণ করেন ইন্না…… রাজেউন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

এ শাখার ব্যবস্থাপক মো.মনিরুল ইসলাম বেলা আড়াইটার দিকে এ তথ্য জানিয়ে বলেন,‘ সিনিয়র কমকর্তা মো.নূরুল আমিন গতকাল ২৭ সেপ্টেম্বর বিকেলে ব্যাংকের কাজ শেষে মতলব উত্তর থেকে সরকারি ও সাপ্তাহিক ৩ দিনের ছুটিতে গ্রামের বাড়ি যান।’

এ ব্যাপারে চাঁদপুর জেলার যোনাল ম্যানেজার এস এম সোয়েব,যোনাল অডিট কর্মকর্তা মো.মোস্তাফিজার রহমান,প্রশাসনিক কর্মকর্তা মো.হারুন ফরায়েজী ও ষাটনল শাখার ম্যানেজার মো.মনিরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩
এজি