Home / চাঁদপুর / খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবি করেছেন চাঁদপুর পেশাজীবী পরিষদ
sommilito

খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবি করেছেন চাঁদপুর পেশাজীবী পরিষদ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৩ জুলাই) শহরের এক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের চাঁদপুর জেলা আহবায়ক ডা. মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব

প্রতিবাদ সভা করেন, সভা পরিচালনা করেন সংগঠনের সংগ্রামী সদস্য সচিব, বারবার কারা নির্যাতিত, অধ্যাপক মোঃ হারুনুর রশিদ গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন বোরহান খান, অধ্যাপক মোঃ জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন মাঝি, আনোয়ার হোসেন বাচ্চু, শিক্ষক আবুল কালাম , নাসরিন আক্তার নিপা, সাংবাদিক মমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা সাবেক প্রধানমন্ত্রীর মানবধিকার লঙ্গনের তীব্র নিন্দা জানান। দ্রুত তাঁর সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবি করেন।

এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ ১১:৫৩ পিএম, ১৩ জুলােই, ২০১৮ শুক্রবার/em>
ডিএইচ

Leave a Reply