Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / কেএফটি কলেজিয়েট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ
স্কুলের

কেএফটি কলেজিয়েট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন, মানসম্মত শিক্ষা, সংস্কৃতি ও মনোরম পরিবেশের কারনে কেএফটি কলেজিয়েট স্কুল অনেক এগিয়ে যাবে। ভবিষ্যতে এ শিক্ষা প্রতিষ্ঠানই লেখাপড়ার মাধ্যমে ভাল রেজাল্ট করবে এবং জাতীয় পর্যায়ে সুনাম বয়ে আনবে।

৯ ডিসেম্বর শুক্রবার কেএফটি কলেজিয়েট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেছেন। কেএফটি কলেজিয়েট স্কুল গভর্ণিং বডির সভাপতি ও মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে উদ্ধোধনী বক্তব্যে রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচীব মোঃ জাকির হোসেন কামাল।

স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কর্ণেল (অবঃ) বাবর মোঃ সেলিম। অনুষ্ঠানটি উপস্থাপননা করেন প্রতিষ্ঠানের প্রভাষক শহীদ উল্লাহ ও প্রভাষক বদরুন নাহার লরিন।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৯ ডিসেম্বর ২০২২