Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ
কচুয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ

কচুয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার আশেকআলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ ২০১৬ সালে শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে।

উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের আশেকআলী খান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ১৯৬৬ সালে চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট মরহুম আশেকআলী খান এলাকার অবহেলিত ও শিক্ষা বঞ্চিত মানুষের শিক্ষা বিস্তারের চাহিদা মেটাতে প্রতিষ্ঠা করেন।

১৯৯৬ সালে আওয়ামী সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের প্রচেষ্টায় কলেজ হিসেবে উন্নীত হয়।

গর্ভনিংবডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন একুশে পদক প্রাপ্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর।

বিদ্যুৎসাহী সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

আশেকআলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের মোঃ মিজানুর রহমান জানান, এ কলেজে বর্তমানে ৮শ ৬৪জন অধ্যায়নরত রয়েছে।
প্রায় প্রতি বছরে প্রতিষ্ঠানটি ফলাফলের দিক থেকে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

Leave a Reply