Home / চাঁদপুর / অনন্যা নাট্যগোষ্ঠীর কোলাজ উৎসব ‘ফিরে দেখা’ সমাপ্তি
অনন্যা নাট্যগোষ্ঠীর কোলাজ উৎসব ‘ফিরে দেখা’ সমাপ্তি

অনন্যা নাট্যগোষ্ঠীর কোলাজ উৎসব ‘ফিরে দেখা’ সমাপ্তি

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠী’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম বারের নাটকের খন্ড- খন্ড দৃশ্য নিয়ে দু’দিনব্যাাপি কোলাজ উৎসব ‘ফিরে দেখা’ মঙ্গলবার (২৫ অক্টোবর) সমাপ্তি হয়েছে।

মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উৎসবের সমাপনি দিনে সংহগঠনের দর্শক নন্দীত নবাব সিরাজ-উ-দৌলা, তোমরাই, দ্যাশের মানুষ, একাত্তরের পালা, ভাঙ্গন ও রাক্ষুসী নাটকের অংশ বিশেষ মঞ্চস্থ করা হয়।

নাটক পূর্বক সংক্ষিপ্ত আলোচনা পর্বে উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান।

সংগঠনের সহ-সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃণাল সরকারের পরিাচলনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রকৌ. মো. দেলোয়ার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াহিয়া কিরণ, সংগঠনের প্রবীণ নাট্যকর্মী আব্দুস সোবাহান চুন্নু।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি তপন সরকার, নতুন কুঁড়ি সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালাম সরকার, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী, বর্ণচোরা নাট্য সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, মেঘনা থ্রিয়েটারের সাবেক সভাপতি তবিবুর রহমান রিংকু, বর্তমান সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সহ অনন্যা নাট্য গোষ্ঠীর কর্মকর্তা ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খন্ড খন্ড নাটকগুলোর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, শহীদ পাটোয়ারী, হারুন আল রশীদ, হানিফ পাটওয়ারী, মৃণাল সরকার, মানিক দাস, চন্দন সরকার, বিএম ছোবহান চুন্নু, খাজা আহমেদ, জয়রাম রায়, জসীম মেহেদী, মুহাম্মদ আলমগীর, ফয়সাল ফরাজী, দুলাল সরকার, সিমা, রুমা, আশা, বাবু, রনি, শরীফুল ইসলাম, আহনা, রিমি, রাত্রি, তিথি, ইশা, ইয়াসমিন, তানিয়া, তুসকান, রনজিৎ রায়, পীযূষ কান্তি রায় চৌধুরী প্রমুখ।

অনন্যা নাট্যগোষ্ঠীর কোলাজ উৎসব ‘ফিরে দেখা’ সমাপ্তি

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply