Home / জাতীয় / পুলিশের ওপর মানুষের বিশ্বাস ফিরে এসেছে: প্রধানমন্ত্রী
sekh-hasina
ফাইল ছবি

পুলিশের ওপর মানুষের বিশ্বাস ফিরে এসেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশের ওপর মানুষের বিশ্বাস ফিরে এসেছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ বাহিনী দিন-রাত এক করে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতেও এ বাহিনী দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

আজ রবিবার সকালে গাজীপুর মেট্রপলিটন পুলিশ বাহিনীর উদ্বোধন উপলক্ষ্যে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পুলিশ বাহিনীর উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে আমি প্রথমবার ক্ষমতায় আসার পরই পুলিশের বাজেট বাড়িয়ে দিয়েছি। এখন প্রতি বছরই এটা বাড়ানো হচ্ছে। তাদের পদমর্যাদাও বৃদ্ধি করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত এবং দারিদ্র্যমুক্ত দেশ। বাংলাদেশ কারও কাছে হাত পাতবে না। আত্মসম্মান ও মর্যাদা নিয়ে এ দেশ এগিয়ে যাবে।

বার্তা কক্ষ