Home / আন্তর্জাতিক / আন্তর্জাতিক ফ্লাইট চালু নিয়ে আলোচনা: সৌদি এয়ারলাইন্স
Airlines

আন্তর্জাতিক ফ্লাইট চালু নিয়ে আলোচনা: সৌদি এয়ারলাইন্স

সামনের মাসে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার ব্যাপারে দ্রুত প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আলোচনা করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স করপোরেশনের পরিচালনা পরিষদের সদস্যরা। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স করপোরেশনের পরিচালনা পরিষদের প্রধান হলেন পরিবহনমন্ত্রী সালেহ আল জাসের।

এর আগে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৯ জানুয়ারিতে নির্দেশনা দেয়, ২০২১ সালের ১৭ মে পর্যন্ত সৌদি নাগরিকদের ভ্রমণ স্থগিত থাকবে। স্থল, সমুদ্র ও বিমানবন্দর এই সময় পর্যন্ত বন্ধ থাকার কথাও জানানো হয়েছিল।

বিভিন্ন কৌশল, পারফরম্যান্স রিপোর্ট, পরিষেবা উন্নয়ন ও বিকাশের কর্মসূচি নিয়ে ওই বৈঠকে গত বৃহস্পতিবার আলোচনা করা হয়। সবার প্রত্যাশা, সামনের মাসেই সুষ্ঠুভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে।

এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেতিন লাখ ৯৭ হাজার ছয়শ ৩৬ জন এবং মারা গেছে ছয় হাজার সাতশ ৪৭ জন।
ঢাকা চীফ ব্যুরো, ১১ এপ্রিল,২০২১;