Home / চাঁদপুর / চাঁসক অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেলেন প্রফেসর অসিত বরণ দাস
অসিত বরণ দাস
ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরণ দাশ

চাঁসক অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেলেন প্রফেসর অসিত বরণ দাস

একদিনের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন শেষে ২ মার্চ সোমবার প্রফেসর অসিত বরণ দাশ ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ দিন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ -২ শাখার উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।

প্রফেসর অসিত বরণ দাশ ১ অক্টোবর ১৯৬৬ খ্রি. চাঁদপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চাঁদপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৪ তম ব্যাচের এই কর্মকর্তা উপাধ্যক্ষ হিসেবে চাঁদপুর সরকারি কলেজে ২৫ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি. যোগদান করেন।

প্রফেসর অসিত বরণ দাশ একজন জনপ্রিয় শিক্ষক, স্মার্ট, মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে সর্বমহলে উনার খ্যাতি রয়েছে। শিক্ষা ক্ষেত্রে চাঁদপুর সরকারি কলেজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সংক্রান্ত আগের প্রতিবেদন  দেখুন-চাঁদপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরণ দাশ

প্রেস বিজ্ঞপ্তি, ২ মার্চ ২০২০