Home / খেলাধুলা / দোলাকে মিস করছেন রুবেল
rubel

দোলাকে মিস করছেন রুবেল

শেষ হলো ভালোবাসা দিবস। দিনটিতে রাজধানী মুখরিত ছিল ভালোবাসার উৎসবে। প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে ছিলেন অনেকে। আবার কেউ সময় দিয়েন পরিবারকে। কিন্তু ক্রিকেটার রুবেল হোসেনের সেই সৌভাগ্য হয়নি।

জাতীয় দলের ম্যাচ থাকায় এই মুহূর্তে নিউজিল্যান্ডে অবস্থান করছেন এই পেসার। বহু দূরে থাকলেও ঠিকই তার মনে পড়ছে প্রিয়তমা স্ত্রী দোলা হোসাইনকে।

বৃহস্পতিবার ভ্যালেনটাইনস ডেতে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রুবেল হোসেন। দোলার সঙ্গে তোলা একটি ছবি দিয়ে তিনি লিখেন, তোমাকে মিস করছি।

অপরদিকে রুবেলকে উদ্দেশ্য করে দোলাও নিজের ফেসবুকে লিখেন, আমার হৃদয় শুধু তোমার জন্যই ব্যস্ত থাকে। আমার মন শুধু তোমার জন্যই চিন্তা করে। রুবেল তোমাকে মিস করছি।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। নেপিয়ারে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০ তে পিছিয়ে আছে টাইগাররা।

বার্তা কক্ষ
১৫ ফেব্রুয়ারি,২০১৯

Leave a Reply