Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে সরকারি উবিতে পরীক্ষার্থীদের বিদায় ও পুলিশ সেবা সপ্তাহের র‌্যালি
Matlob-suth-Thana
ফাইল ছবি

মতলবে সরকারি উবিতে পরীক্ষার্থীদের বিদায় ও পুলিশ সেবা সপ্তাহের র‌্যালি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, জনতা ব্যাংক মতলব শাখার ব্যস্থাপক মো: শাহজালাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন, দৈনিক চাঁদপুর সংবাদের সহ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রধান, শিক্ষার্থী তৌহিদুল ইসলাম রুপু, ফারাব আল রহমান , ইশতিআফ আহমেদ, নাহিদুল ইসলাম, সোহরাব হোসেন, মফিজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন আবুল বারাকাত ও গীতা পাঠ করেন রিংকু রানী সাহা। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে বার্ষি ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয়।

এদিকে পৃথক আরেক অনুষ্ঠানে মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় থানার সামনে থেকে র‌্যালীটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে শেষ হয়।

র‌্যালি শেষে আলোচনা সভায় থানার অফিসার ইনচার্জ এ কে এম এস ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস।

এছাড়া বক্তব্য রাখেন থানার ইন্সপেক্টর তদন্ত মো: ইব্রাহিম খলিলসহ এসআই ও এএসআইবৃন্দ।

Leave a Reply