Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

চাঁদপুর ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান হানিফ মিয়ার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ফরিদগঞ্জের ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি ‘র সাবেক সভাপতি মোঃ হানিফ মিয়া (৫২) রোববার রাত ৮.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত হানিফ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব এম এ হান্নান, ৪ নং সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ – সভাপতি এস এম জসিম উদ্দিন মিন্টু, ৪ নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহসিন হোসেন।তারা এক শোক বার্তায় মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, তিনি ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে মরহুমের জানাযা নামাজ পূর্বে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব এম এ হান্নান, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান দুলাল, পৌর বিএনপি’র সভাপতি হারুন অর রশিদ, ৪নং ইউপি চেয়ারম্যান মো. মহসিন হোসেন, ২নং ইউপি সাবেক চেয়ারম্যান সাহাদাৎ হোসেন খাঁন নয়ন, ১নং ইউপি সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজি, ৪নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুল চৌধুরী, ৪নং ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসমাইল হোসেন তালুকদার খোকন, আবু জাফর খসরু মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম নান্টু, ৪নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম ভুলু, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল মিয়াজি, নিহতের বড় ভাই শাহ আলম বেপারী প্রমুখ। জানাজার নামাজের ইমামতি করেন গল্লাক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।

প্রতিবেদক: আতাউর রহমান সোহাগ

Leave a Reply