Home / চাঁদপুর / চাঁদপু‌রের আকা‌শে আতশবা‌জিতে হঠাৎ চমকে উঠলো শহরবাসী
Atoshbazi

চাঁদপু‌রের আকা‌শে আতশবা‌জিতে হঠাৎ চমকে উঠলো শহরবাসী

চাঁদপু‌রের আকা‌শে মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টায় হটাৎ আতশবা‌জিতে চমকে উঠলো পুরো শহরবাসী। বঙ্গবন্ধু স্যা‌টেলাইট সফল‌ উৎ‌ক্ষেপণ উপলক্ষে শহরের স্টেডিয়াম মাঠ থেকে এ আতশবাজির আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন।

প্রায় আধাঘণ্টাব্যাপি অর্ধশত আতশবাজি ফোটানো হয়। এসময় শহরের অনেক বাসিন্দা বাসা-বাড়ির ছাদ থেকে বিষয়টি অবলোকন করেন।

এর আগে জেলা তথ্য অফিস শহরে এ বিষয়ে জনসাধারণের অবগতির জন্যে মাইকিং করে। তবে বিষয়টি শহরবাসীর মাঝে এক ধরণের কৌতুহল সৃস্টি করে তোলে। বিকট আওয়াজ ও বিশালাকার আতোশবাজিটি সম্পর্কে পূর্বধারণা সবার না থাকায় কেউ কেউ হটাৎ আতংকগ্রস্ত হয়ে ওঠে।

পরে লোক মুখে বিষয়টি সম্পর্কে পরিপূর্ণ ধারণা জেনে মানুষের কৌতুহল কেটে যায়।

চাঁদপুর টাইমস রিপোর্ট

শেয়ার করুন

Leave a Reply