Home / বিনোদন / চলচ্চিত্রে অভিষেক ঘটছে ওবায়দুল কাদেরের

চলচ্চিত্রে অভিষেক ঘটছে ওবায়দুল কাদেরের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে এবার নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র। উপন্যাসের নামের সঙ্গে মিল রেখে ছবির নাম রাখা হয়েছে ‘গাঙচিল’। ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় চলচ্চিত্রটির শুটিং শুরু হবে আগামী নভেম্বরে। এই ছবিতে অন্যতম চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস।

‘গাঙচিল’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান ও ভারতের প্রিয় চট্টোপাধ্যায়। চিত্রনাট্য তৈরির কাজ এ মাসেই শেষ হবে।

নোয়াখালী অঞ্চলে গাঙচিল নামে একটা চর আছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’ উপন্যাসে উঠে এসেছে। ওই এলাকার মানুষকে যেভাবে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেসব সংগ্রামই উপন্যাসের উঠে এসেছে। গল্পটা রোমান্টিক ধাঁচের। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয় উপন্যাসটি।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩:২০ পিএম, ১৪ জুলাই, শনিবার
কে.এইচ

শেয়ার করুন

Leave a Reply

x

Check Also

No Pic Chandpur Times

সাংবাদিক মনিরুজ্জামান বাবলুর মা অসুস্থ : দোয়া কামনা

দৈনিক ...