Home / জাতীয় / মেয়র সেলিনা হায়াৎ আইভীর শপথ গ্রহণ
মেয়র সেলিনা হায়াৎ আইভীর শপথ গ্রহণ

মেয়র সেলিনা হায়াৎ আইভীর শপথ গ্রহণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী শপথ গ্রহণ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার সচিব।

এ সময় প্রথমে মেয়র আইভীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শপথ অনুষ্ঠানে একইসঙ্গে নাসিক নির্বাচনে নির্বাচিত ২৭ ওয়ার্ড কাউন্সিলর এবং ৯ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মিলিয়ে মোট ৩৬ কাউন্সিলর আজ শপথ গ্রহণ করন। ভোটের দুই সপ্তাহের মাথায় শপথ নিলেন তারা।

গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের তুলনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নাসিক নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে পুনর্নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

ধানের শীষ প্রতীকে অংশ নেয়া বিএনপির প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আইভী।

ওই নির্বাচনে ডা. আইভী পান মোট ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। বিপরীতে বিএনপির প্রার্থী অ্যাড. সাখাওয়াত পান ৯৬ হাজার ৪৪ ভোট।

২২ ডিসেম্বর ভোট শেষে নির্বাচিত ব্যক্তিদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে শপথ আয়োজনে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক সংশ্লিষ্ট ব্যক্তিদের এ-সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠান।

নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৭: ২৮ পিএম, ৫ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
এইউ

Leave a Reply