Home / চাঁদপুর / চাঁদপুরে এক মাসে সাড়ে ১৩শ’ মামলায় সোয়া ১৩ লাখ টাকা জরিমানা
traffic

চাঁদপুরে এক মাসে সাড়ে ১৩শ’ মামলায় সোয়া ১৩ লাখ টাকা জরিমানা

ট্রাফিক আইন অমান্য করে রেজিস্ট্রেশনবিহীন গাড়ী, কাগজ না রাখা, হেলমেট না থাকা, অনটেস্ট, অপ্রাপ্ত বয়সের চালক দিয়ে গাড়ী চলানোসহ নানা অপরাধের কারনে ১ মাসে ১৩শ’ ৫০টি মামলা দায়ের করেছে জেলা ট্রাফিক পুলিশ।

১ মাসে জরিমানা আদায়ের মাধ্যমে সরকারি কোষাগারে জমা পড়েছে ১৩লাখ ১৯ হাজার ২শ’ ৫০ টাকা। গত সেপ্টেম্বর মাসে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ট্রাফিক পুলিশের অফিস সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বার পর্যন্ত (৩০ দিনে) মোট ১৩শ’ ৫০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ের ১ হাজার ৩৬টি মামলা দায়ের করে। বাকি ৩শ’ ১৪ টি মামলা দায়ের করে মডেল থানা পুলিশ।

মামলাগুলোর মধ্যে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬শ’ ৯৫টি, হেলমেট পরিধান না করায় ১শ’ ৪৬টি, রেজিস্ট্রেশনবিহীন ৪১টি মোটর সাইকেল রেজিস্ট্রেশন করানোসহ মোট ১৩শ’ ৫০টি মামলা হয়। জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ফয়সাল আহাম্মদ ভূঁঞা জানান, চাঁদপুর পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান স্যারের নির্দেশে ও সার্বিক তত্ববধায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে।

যানবাহনের কাগজপত্র, চালকের লাইসেন্স, অবৈধ অটোরিকশা, মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের উপর আমাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে। কোনো অবস্থাতেই শহরে অবৈধ যানবাহন চলতে দেয়া হবে না। তিনি আরো বলেন, চাঁদপুরে শারদীয় দূর্গাপুজাকে রেখে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করনে এবং যানজট নিরশনে জেলা পুলিশের সাথে আমরা কাজ করে যাচ্ছি।

চাঁদপুরে ট্রাফিক বিভাগের অবৈধ মোটরযানের উপর অভিযান অব্যাহত রয়েছে। পূজা উপলক্ষে শহরকে যানজট মুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ফয়সাল আহাম্মদ ভূঁঞা।

টিআই ফয়সাল আহাম্মদ জনসাধারণের প্রতি আহ্বান জানান, কেউ ৩জন নিয়ে মটর সাইকেল চালাবেন না। হেলমেট ও কাগজপত্র সাথে রাখবেন। আর মালিকদের প্রতি অনুরোধ অপ্রাপ্ত চালকদের হাতে ইজিবাইক ও সিএনজি তুলে দিবেন না। ট্রাফিক আইন মেনে চলুন ও আমাদেরকে সহযোগীতা করুন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক : মাজহাুরুল ইসলাম অনিক, ৩ অক্টোবর ২০১৯