Home / সারাদেশ / দেশের নদ-নদীর পানি বাড়ছে
water increasing
প্রতীকী ছবি

দেশের নদ-নদীর পানি বাড়ছে

দেশের সকল নদ-নদীর পানি বাড়ছে । বৃষ্টি হলেই এ শঙ্কা আরো বেশি রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা, সুরমা-কুশিয়ারা, মনু ও খোয়াই নদ-নদীসমূহের পানি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো.আরিফুজ্জামান ভূইঁয়া জানিয়েছেন,ভারতের সিকিম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরফলে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতীয় অংশ দিয়ে পাহাড়ি ঢলে বাড়ছে বাংলাদেশের নদ-নদীর পানি।

পানি উন্নয়ন বোর্ড ২৪ ঘণ্টার এক পরিসংখ্যানে জানিয়েছে, ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়াতে ৩৮ সে.মি, চিলমারিতে ৩৬ সে.মি যমুনার পানি ফুলছড়িতে ২৬, বাহাদুরাবাদে ২৫ সে.মি বেড়েছে। আর তিস্তার পানি ডালিয়াতে বেড়েছে ২০ সে.মি ।

এছাড়া মিরপুরে তুরাগের পানি ২৬ সে.মি , সুরমার পানি ৩৩ সে.মি বেড়েছে, কানাইঘাটে ১৩ সে.মি, মৌলভীবাজারে ৩৮০ সে.মি বেড়ে বিপদীসীমার খুব কাছাকাছি উঠে গেছে। অন্যদিকে মেঘনা, গোমতী, পদ্মা, ফেণী, সাঙ্গু নদীর পানিও বিভিন্ন পয়েন্টে বাড়ছে।

বার্তা কক্ষ
১৮ জুন ২০১৯