Home / সারাদেশ / দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা
Weather

দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে-দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ বৃহস্সপতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর,রাজশাহী,বরিশাল,খুলনা,ঢাকা,ময়মনসিংহ,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেইসাথে পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, ঝাড়খন্ডের দক্ষিণাংশ এবং তৎসংলগ্ন গাঙ্গেয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব,হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র তা মাঝারী অবস্থায় রয়েছে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩২ মিনিট এব ভোর ৫ টা ৩৪ মিনিটে।

বার্তা কক্ষ
১৫ আগস্ট ২০১৯

এজি