Home / চাঁদপুর / চাঁদপুরের মাধ্যমিক স্কুলের নির্বাচনি পরীক্ষা ১ অক্টোবর
exam
প্রতীকী ছবি

চাঁদপুরের মাধ্যমিক স্কুলের নির্বাচনি পরীক্ষা ১ অক্টোবর

চাঁদপুর জেলার সব উপজেলার মাধ্যমিক স্কুলের নির্বাচনি পরীক্ষা ১ অক্টোবর শুরু হচ্ছে। পাশাপাশি ৮ম শ্রেণির চূড়ান্ত পর্যায়ের মডেল টেস্ট পরীক্ষাও হবে। এ পরীক্ষা এক ও অভিন্ন নিয়ম-কানুনে চলবে। কিন্তু প্রশ্নপত্র স্ব-স্ব স্কুলের স্ব-স্ব বিষয়ের শিক্ষকগণ কর্তৃক প্রণীত করার নির্দেশ মন্ত্রণালয়ের রয়েছে।

পরীক্ষার রেওয়াজ অনুযায়ী প্রতিদিন সকাল ১০ টায় পরীক্ষা শুরু করার নিয়ম হলেও কোনো কোনো স্কুলে ৬ষ্ঠ,৭ম ও ৯ ম শ্রেণির নিয়মিত শ্রেণি কার্যক্রম ঠিক রাখার জন্যে পরীক্ষার রুটিন পরিবর্তন করে বেলা দেড়টায় নির্বাচনি পরীক্ষার রুটিন করা হয়েছে বলে জানা গেছে। এ পরীক্ষা আগামি ১২ অক্টোবর পর্যন্ত চলবে।

চাঁদপুর জেলার ১ শ’ ৯৩ টি স্কুলের প্রায় অর্ধ লক্ষাধিক ১০ শ্রেণির এবং প্রায় ৬০ হাজার ৮ম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার
এজি

Leave a Reply