Home / বিশেষ সংবাদ / দুই টাকায় ১০ পদের ইফতার!
Iftar..
ফাইল ছবি

দুই টাকায় ১০ পদের ইফতার!

মৌলভীবাজারের কুলাউড়ায় ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা গ্রুপ’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে দুই টাকায় ১০ পদের ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ মে) বিকেলে কুলাউড়ার অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান এনএস ডিপার্টমেন্টাল স্টোরের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদি-উর রহিম জাদিদ এই ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, এনএস ডিপার্টমেন্টাল স্টোরের সত্ত্বাধিকারী মামুনুর রশিদ চৌধুরী, কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুল হামিদ মাহফুজ, অ্যাডমিন প্যানেলের সদস্য হুমায়ুন কবির শাহান, আব্দুল্লাহ আল মাসুম, মিফতাউল ইসলাম এলিন, এবি সিদ্দিক, সালমান হোসাইন, শাকিল আহমেদ, মহরম উদ্দিন মঞ্জু ও রাহুল চৌধুরী।

কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আব্দুল হামিদ মাহফুজ বলেন, রমজান মাস ইসলাম ধর্মের মানুষদের জন্য সিয়াম সাধনার মাস। আল্লাহ এই মাসে তার বান্দাদের সংযমের পরীক্ষা নেন। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? আমরা দেখি অনেকেই সারাদিন রোযা রেখেও ইফতার যোগাড় করতে পারছে না। অনেকে যোগাড় করতে পারলেও মন মতো হচ্ছে না। তাই রমজান মাসে সেই সুবিধাবঞ্চিত রোজাদারদের জন্য ভিন্ন কিছু করতে চাই আমরা। আর এই ইচ্ছা থেকেই কুলাউড়া শহরে প্রথমবারের মতো দুই টাকায় ইফতারের আয়োজন।

তিনি বলেন, আমাদের ক্ষুদ্র সামর্থ্যে প্রায় ১৫০ জন মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছিলাম। কমপক্ষে ১০টি আইটেম ছিল ইফতারে। আমরা শুধু সারাদিন ক্ষুধার্ত থাকার পর তাদের মুখের তৃপ্তির হাসিটা দেখতে চাই। এসব চিন্তাধারা থেকে আমরা এরকম ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছি। আজ সোমবার বিকেলেও কুলাউড়া চৌমুহনী ও রেলস্টেশন এলাকায় ইফতারি বিতরণ করা হবে বলে জানান তিনি।