Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জের সাবেক এমপি শামছুল হক ভূঁইয়া ও তার স্ত্রীকে দুদকের নোটিশ
shamsul-haque-bhuyan

ফরিদগঞ্জের সাবেক এমপি শামছুল হক ভূঁইয়া ও তার স্ত্রীকে দুদকের নোটিশ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামছুল হক ভূঁইয়া ও তাঁর স্ত্রী আনোয়ারা হককে সম্পদ বিবরণী দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সংস্থার উপরিচালক জাহাঙ্গীর আলম তাঁদের নোটিশ পাঠান।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে তাঁদের আগামী ২১ কার্যদিবসের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী দাখিল করার কথা বলা হয়েছে।

তাকে পাঠানো নোটিশে বলা হয়েছে, “প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি স্বনামে/বেনামে আপনার জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন।”

এই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামছুল হক ভূঁইয়াকে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দুদকের প্রধান অফিসে দাখিল করতে বলা হয়েছে।

তার স্ত্রী ডা. আনোয়ারা হককে দেওয়া নোটিসেও একই কথা উল্লেখ করেছেন দুদক কর্মকর্তা কাজী শফিকুল আলম।

সরকারি সম্পত্তি আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর আগে গত ৭ মে শামছুল হককে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

সাবেক এই সাংসদকে গত ৬ মে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় তাঁকে দেওয়া চিঠিতে দুদক বলেছে, তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে তারা। এ ছাড়া তাঁর মালিকানাধীন অ্যাপোলো গ্রুপের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগও আছে।

শামসুল হক ভূঁইয়া ২০১৪ সালে চাঁদপুর-৪ আসনে (ফরিদগঞ্জ) আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে শুরুতে তাঁকে মনোনয়ন দেওয়া হলেও পরে চূড়ান্ত মনোনয়ন পান জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান। শামসুল হকের স্ত্রী আনোয়ারা হক একজন চিকিৎসক।

বার্তা কক্ষ, ৭ আগস্ট ২০১৯