Home / চাঁদপুর / চাঁদপুর-হাইমচর চরাঞ্চলবাসীকে নৌ-অ্যাম্বুলেন্স প্রদান
Nou-ambulance

চাঁদপুর-হাইমচর চরাঞ্চলবাসীকে নৌ-অ্যাম্বুলেন্স প্রদান

চাঁদপুর ও হামইচর উপজেলার চরাঞ্চলবাসীর জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে একটি নৌ-অ্যাম্বুলেন্স দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২২ অক্টোবর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নৌ অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি গ্রহণ করেন ডাঃ দীপু মনি এমপি, চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুজ্জামান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সফিকুল ইসলাম।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রীর হাতে নৌ অ্যাম্বুলেন্সের একটি মডেল তুলে দেন।

চাঁদপুর-৩ আসনের সাংসদ ডা. দীপু মনির ফেসবুক স্ট্যাটাস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ডা. দীপু মনি জানান, ‘নৌ অ্যাম্বুলেন্সটি আমাদের চাঁদপুর-৩ নিবাচনী এলাকার চরাঞ্চলের রোগীদের জন্য ব্যবহৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। চাঁদপুর হাইমচরের চরাঞ্চলের রোগীদের পরিবহনের জন্য এ সহযোগিতা বিশেষ ভুমিকা রাখবে।’

চাঁদপুর টাইমসের আরেকটি প্রতিবেদন দেখুন- ১০ বছরেও চালু হয়নি চাঁদপুর সরকারি হাসপাতালের নৌ অ্যাম্বুলেন্স

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর, ২০১৮

Leave a Reply