Home / চাঁদপুর / চাঁদপুর ও হাজীগঞ্জে ঝুঁকিতে দু’বিদ্যুতের খুঁটি!
risky-electricity-pillar

চাঁদপুর ও হাজীগঞ্জে ঝুঁকিতে দু’বিদ্যুতের খুঁটি!

চাঁদপুরের শহরের গুয়াখোলা রোডের মাথায় বিদুৎতের খুঁটি রেখে বিল্ডিং নির্মাণ চলছে। একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি বিল্ডিং এর মাঝখান দিয়ে ১১ হাজার কেভি হাই ভোল্টের তার ও বৈদ্যুতিক খুঁটি বিপদজনকভাবে প্রবাহিত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর থেকে চাঁদপুরে স্থানীয় বাসিন্দাদের ফেসবুক আইডি থেকে বিদ্যুৎ লাইনের উক্ত সমস্যার অতিদ্রুত সমাধান করে আকষ্মিক দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়াও হাজিগঞ্জ পৌর হকার্স মার্কেটের প্রায় তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ শর্ট সার্কিটে ঝুঁকিপূর্ণ। যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড।

হকার্স মার্কেটের ব্যবসায়ীরা জানান, কর্তৃপক্ষের অবহেলা আর অসচেতনতায় ঘটে যেতে পারে বিদ্যুৎ শট সার্কিট এর মত ঘটনা।
এখানকার বিদ্যুতের ২ টি খুঁটির দিকে লক্ষ করলেই চোখে পড়লে দেখা যায় যে কতটা ভয়াবহ ভাবে রয়েছে বিদ্যুৎ খুঁটি। সরজমিনে গিয়ে দেখা যাচ্ছে মাকড়সার জালের মত খুঁটিতে তার পেছিয়ে আছে।

এই বিষয় জানতে চাইলে সচেতন ব্যবসায়ী মহল জানান, আসলেই দেশব্যাপি এখন আগুন আতঙ্ক। আমরাও এই আতঙ্ক থেকে মুক্ত নই।

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০১৯