Home / চাঁদপুর / চাঁদপুরবাসীর শোক ও বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ
চাঁদপুরবাসীর শোক ও বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

চাঁদপুরবাসীর শোক ও বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চাঁদপুরে নানান কর্মসূচি পালন করা হয়েছে। শোকের এই দিনটিকে যথাযোগ্য ভাবে পালনের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন্র পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন আলাদা আলাদা কর্মসূচী পালন করেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শহরের অঙ্গগীকার পাদদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা এবং জেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পিত করেন। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃত্তে পুষ্পস্তবক অর্পন করেন।

প্রথমেি জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।পর্যায়ক্রমে চাঁদপুরের পুলিশ সুপার মো. জিহাদুল কবিরের নেতৃত্বে পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্বব ওসমান গণি পাটওয়ারীর নেতৃত্বে জেলা পরিষদ, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীপূর্বক হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ অংশগ্রহনে একটি বিশাল শোক র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সম্মুখে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে দিনটির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত : জাতীয় শোক দিবসে সরকারি নির্দেশের আলোকে জেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আশিক বিন রহিম
১৫ আগস্ট ২০১৯