Home / চাঁদপুর / চাঁদপুরে শিক্ষকের বেদম প্রহারে স্কুল ছাত্রী হাসপাতালে
Raghunathpur haji karim khan high school

চাঁদপুরে শিক্ষকের বেদম প্রহারে স্কুল ছাত্রী হাসপাতালে

চাঁদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ রঘুনাথপুরে সহকারী শিক্ষক জীবন বাবুর বেত্রাঘাতে হালিমা সুলতানা হাসি (১৪) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৮ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টায় রঘুনাথপুর হাজী করিম খান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ছাত্রী হাঁসি আক্তার মধ্য রঘনাথপুর গ্রামের হাবিবুর রহমান তালুকদারের মেয়ে এবং সে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী।

শিক্ষকের নির্মম বেতের আঘাতে গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বেডে কাতরাচ্ছেন শিক্ষার্থী হালিমা সুলতানা হাসি।

তার পরিবার ও অন্যান্য শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের ন্যায় হাসি সোমবার সকালেও বিদ্যালয়ে যান। ক্লাসের বিরতিতে অন্যান্য সিক্ষার্থীদের সাথে স্কুল ছুটি নাকি বিরতি দিবে তা নিয়ে আলাপ করছিলেন। ঠিক সে সময়ে যখন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীবন বাবু ক্লাস রুমে প্রবেশ করেন, হাসি অন্যদিকে ফিরে কথা বলাতে তখন তা লক্ষ্য করেননি।

এজন্য শিক্ষক জীবন বাবু ক্ষিপ্ত হয়ে বেত দিয়ে তাকে এলোপাতাড়ি মারতে থাকেন। শিক্ষকের বেতের আঘাতের ভয়ে টেবিলের নিচে মাথা লুকিয়ে রেহাই পায়ানি সে। এলোপাতারে বেত্রাঘাতে সে অচেতন হয়ে পড়লে বিষয়টি জানা জানি হয়ে পড়ে। পরে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে তাৎক্ষনিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম মিয়াজীর বলেন, এটি বড় ধরণের কোন ঘটনা নয়। পরিচালনা পর্ষদের সবাইকে নিয়ে বসে এটি সমাধান করবো।

বিদ্যালয়ের প্রদান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, মারধরে ওই ছাত্রী তেমন কোনো গুরুতর আহত হয়নি। তবে সেই আগে থেকেই অসুস্থ ছিল আমরা। ছাত্রীকে বেত্রাঘাত করার বিষয়টি নিয়মের মধ্যে পড়েনা, তা আসলে দুঃখজনক। তাই আমরা এ বিষয়ে ঘটনার দিন সন্ধ্যায় ওই ছাত্রীর অভিবাবক এবং শিক্ষক জীবন বাবু ডেকে উভয় পক্ষের মধ্যে সমাঝোতা করেছি।’

এ বিষয়ে শিক্ষক জীবন বাবুর সাথে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ১৮ নভেম্বর ২০১৯