Home / চাঁদপুর / চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা

চাঁদপুর জেলায় বণার্ঢ্য আয়োজনে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় জেলার সকল সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কমিউনিটি পুলিশ, জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ চাঁদপুরের সর্বস্তরের জনগণকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা পূজা উদ্যাপন পরিষদের ভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

এছাড়াও একই সাথে জেরা ও উপজেলার পূজা উৎযাপন পরিষদ, হিন্দু, বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও প্রতিটি পূজা মন্ডপ কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ও আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এক বিবৃতিতে তারা বলেন, ‘শত বছরের ঐতিহ্য সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই শারদীয় দূর্গোৎসব। বিগত বছরের ন্যায় এবাও চাঁদপুর জেলায় অত্যান্ত শান্তিপূর্ণভাবে এই উৎসবটি সম্পন্ন হওয়েছে। প্রশাসনের পাশাপাশি ধম-বর্ণ, দল-মত নির্বিশেষে চাঁদপুরের প্রতিটা মানুষ আমাদের সহযোগিতা করেছেন।এ জন্য তাদের প্রত্যেকের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ এবারই প্রথম চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা পূজা উদ্যাপন পরিষদের পূজা পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সম্মিলিতভাবে সকল উপজেলায় পূর্জাম-পগুলো পরিদর্শন করায় পূজারীবৃন্দের মাঝে উৎসব, উদ্দীপনা এবং মনবল বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদক: আশিক বিন রহিম

Leave a Reply