Home / চাঁদপুর / আমরা বানের জলে ভেসে আসা দলের রাজনীতি করি না : ডা. দীপু মনি
press-conference-dipu-moni

আমরা বানের জলে ভেসে আসা দলের রাজনীতি করি না : ডা. দীপু মনি

চাঁদপুর-৩ আসনে মহাজোট প্রার্থী আলহাজ ডা. দীপু মনির পক্ষে থেকে বিএনপির প্রার্থীর নানা অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। ১৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্টমন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের সংবাদ সম্মেলন করার প্রয়োজন দেখা দিয়েছে তার কারণ হলো জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক গতকাল (১৪ ডিসেম্বর) সাংবাদিক সম্মেলন অনেকগুলো মিথ্যে অভিযোগ করেছেন। আমরা মনেকরি এই মিথ্যাচারের জবাব দেয়া উচিত। তা না হলে তারা এই মিথ্যাচার করতে করতে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই মিথ্যাচার তারা অতিতেও করেছে। যারা আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছে তাদের প্রজন্মকে ঐক্যফ্রন্ট মনোনয়ন দিয়েছে।

ডা. দীপু মনি বলেন, আমরা বানের জলে ভেসে আসা দলের রাজনীতি করি না, আমরা বাপে খেদানো, মায়ে তাড়ানো নেতাদের নিয়ে জোট করি না। আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাবা ঠিক নয়। আমি যে রাজনীতি করেছি তা আপনাদের জানা। আমি ভুল রাজনীতি করি না।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সাংবাদিক পরিবারে বড় হয়েছি। আমার বাবা নিজের রক্ত বিক্রি করে ইক্তেফাক পত্রিকা ছাপিয়েছেন। আমরা রাজনীতির পরিবেশ কুলষিত করতে চাই না, এবং কেউ এটি করুক সেটিও হতে দেয়া হবে না। আমি সুপ্রিমকোর্টের একজন আইনজীবী তাই আইন মেনেই কাজ করি। বাংলাদেশ আওয়ামী লীগ আইন ভঙ্গকারি দল না। আওয়ামী লীগ সংবিধান রচনা করেছে।

তিনি বলেন, তারা যে বলেছেন মনোনয়ন পেয়ে আমি চাঁদপুর শহরের কালিবাড়িতে বিশাল শোডাউন ও জনসভা করেছি। অথচ আমি লঞ্চঘাটে আসার খবরে আমাদের প্রচুর নেতাকর্মীর সমাগম হয়েছে। আমি নিজে পায়ে হেঁটে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে দোয়া মোনাজাত করে বাড়িতে ফিরে গিয়েছি। বলা হচ্ছে আমি হাইমচরে রাস্তাঘাট বন্ধ করেও নাকি জনসভা করেছি। কিন্তু আমি মনোনয়ন পেয়ে কখনোই হাইমচরে জনসভা করিনি। কিছু উঠোন বৈঠক করেছি। তফসিল ঘোষনার পর থেকে না কি তাদের ১৮জন নেতাকর্মী আটক করা হয়েছে, কিন্তু এটিতো প্রশাসনের বিষয়।

বলা হচ্ছে তারা ৫/৭জন নিয়ে কথা বললেও পুলিশ তাদের গ্রেফতার করা হচ্ছে, কিন্তু এটি সত্য হলে তারা কি করে মিছিল ও সমাবেশ করছে। পোস্টার ছিড়েফেলা ও পুঁড়িয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছে, অথচ এই আসনের সর্বত্র তাদের ব্যানার পোস্টার ঝুলছে।

তবে কী তারা ব্যানার পোস্টার দিয়ে চাঁদপুরের আকাশ ঢেকে দিতে চাচ্ছেন? বাক্যটিও যোগ করেন তিনি।

তারা যে অভিযোগ করেছে, তা মিথ্যা, ফেইক এবং মানুষের মাঝে ধু¤্রজাল সৃষ্টির জন্য করা হয়েছে। তাদের এই মিথ্যাচার প্রত্যাখান কারে নিতে হবে। ১৫ ডিসেম্বর ৮নং ওয়ার্ড এবং ৫নং কয়লাঘাটে আমাদের পক্ষে গণসংযোগকারীদের হামলা করা হয়েছে। বিএনপি প্রার্থী তার পরাজয় নিশ্চিত যেনে আগে থেকেই এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য এসব করছে। নির্বাচনি পরিবেশ নষ্ট করার অধিকার কারো নেই। আমি এই মিথ্যাচারের চরম ঘৃণা ও প্রতিবাদ করে গেলাম।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আমাদের উপর বিভিন্ন অভিযোগ উপর বিভিন্ন অভিযোগ করা হচ্ছে নির্বাচন বানচাল করার জন্য। বলা হচ্ছে সরকার নাকি বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করছে। অথচ আপনারা দেখেছেন সব সময়ই নির্বাচনের সময় বিভিন্ন মামলার আসারমী ও সস্ত্রাসীদের গ্রেফতার করা হয়। শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করা হচ্ছে। আপনারা সাংবাদিকরা সব সময় শুভ শক্তির পাশে ছিলেন, এবং আগামিতেও থাকবেন বলে আমি বিশ^াস করি।

জেলা আওয়ামী লীগের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা অন্য কোন সরকার করতে পারবে না। বিগত ১০ বছরে জননেত্রী শেখ হাসিসনার হাত ধরে এই দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। এই দেশের উন্নয়নের ধারবাহীকতা ধরে রাখতে হলে আবারো এই সরকার ক্ষমতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, গোলাম কিবরিয়া জীবন, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, রহিম বাদশা, সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একে আজাদ সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।

মহাজোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, জেলা জাতীয় পাটির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আ. লতিফ শেখ প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
১৫ নভেম্বর, ২০১৮

Leave a Reply