Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / সততা নিয়ে কর্মকর্তাদের দুর্নীতি প্রতিহত করতে হবে: সাংসদ শফিকুর রহমান
shafiqur rahman
সাংসদ শফিকুর রহমান (ফাইল ছবি)

সততা নিয়ে কর্মকর্তাদের দুর্নীতি প্রতিহত করতে হবে: সাংসদ শফিকুর রহমান

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ‘সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টোলারেন্স নীতি অবলম্বন করা হবে। সততার সাথে সকল কর্মকর্তাকে কাজ করে দুর্নীতি প্রতিহত করতে হবে। আমার বিরুদ্ধে যদি কোন দুর্নীতির অভিযোগ আসে তার বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নিলে আমার কোন আপত্তি থাকবে না। অনিয়ম দুর্নীতি নিয়ে কারো সাথে কোন আপোষ নেই।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান এসকল কথা বলেন।

তিনি উপজেলার উন্নয়ন বরাদ্দের বিষয়ে সাংসদ বলেন, টিআর, কাবিখা অর্থের বিনিময়ে ছাড় দেয়া যাবে না। খাদ্য শস্য বরাদ্দ হলে প্রকল্পের অনুকুলে খাদ্যশস্য দিতে হবে। সড়ক, ব্রীজ, কালভাট উন্নয়নকল্পে প্রত্যন্ত অঞ্চলকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষিত ব্যক্তিদের দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন করা হবে।

মি. শফিকুর রহমান বলেন, ‘সরকার প্রদত্ত সকল ভাতা সত্যিকারের যেনো গরীব ও অসহায় মানুষ পায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে প্রশাসনের লোকজনকে কাজ করার আহবান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আদর্শ ফরিদগঞ্জ গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন।’

উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, পৌর মেয়র মো. মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন, থানা অফিসার ইনচার্জ মো. হরুনুর রশিদ চৌধুরী, প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো মনিরুজ্জামান খাঁন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মোখলেছুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা শফী মোহাম্মদ হাসান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার হারুনুর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাকটার, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান উপকমিটির সদস্য খাজে আহম্মদ মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রীনা নাছরিন, প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি প্রভাষক মো. মহিউদ্দিন, ছাত্রলীগের সাবেক নেতা কামরুল হাসান সাউদ, যবুলীগ নেতা হেলাল উদ্দিন প্রমুখ।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
১৫ জানুয়ারি, ২০১৯

Leave a Reply