Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় রাফি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
nusrat-issue-kachua

কচুয়ায় রাফি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী ও আলীম পরীক্ষার্থী ‘নুসরাত জাহান রাফি’কে কেরোসিন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যাকারীদের ফাঁসির দাবিতে চাঁদপুরের কচুয়ার সামাজিক সেচ্ছাসেবী যুব সংগঠন ‘আলোর মশালের’ আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (১২এপ্রিল) বিকালে কচুয়া পৌরভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

মানববন্ধন চলাকালে আলিম পরীক্ষার্থী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাসহ দেশের চলমান খুন-ধর্ষণ, অপহরণ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,আলোর মশাল সংগঠনের উপদেষ্টা ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.রাকিবুল হাসান, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু,সাবেক সভাপতি আবুল হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, আলোর মশালের সভাপতি মো.ওমর ফারুক সাইম, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন বকাউল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সুমন প্রমুখ।

বক্তারা বলেন,‘ নুরসাত জাহানের হত্যার দাবিতে জাতি আজ একাট্টা। এ হত্যাকান্ড সাথে জড়িত মাদ্রাসার নিপীড়ক অধ্যক্ষ,স্থানীয় রাজনৈতিক নেতা,পরীক্ষা চলাকালে নিরাপত্তা বেস্টনি পেড়িয়ে শ্রেণিকক্ষে ঢুকে নুসরাতকে অগ্নিদগ্ধকারী সন্ত্রাসী ও সংশিষ্ট থানার বিতর্কিত ওসিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানান।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
১২ এপ্রিল, ২০১৯