Home / চাঁদপুর / চাকরি জাতীয়করণের দাবিতে চাঁদপুরে নকল নবিসদের ঘেরাও কর্মসূচি
nolol-nobis

চাকরি জাতীয়করণের দাবিতে চাঁদপুরে নকল নবিসদের ঘেরাও কর্মসূচি

চাকুরি জাতীয় করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশে ন্যায় চাঁদপুরে বাংলাদেশ এক্সটা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন এর ঘেরাও কর্মসূচী পালিত হয়েছে।

‘‘এক দফা এক দাবি মেনে নাও মেনে নাও, মেহনতি শ্রমিকের পরাজয় নাই’’ এ শ্লোগানে মঙ্গলবার (১১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ এক্সটা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মানিক গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের উপস্থানায় এসোসিয়েশনের সদর উপজেলা সভাপতি ইসমাইল মাহমুদ সাগর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান,

ফরিদগঞ্জ উপজেলা সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শাহ ইমরান, হাজীগঞ্জ উপজেলা সভাপতি কাজী জাকির হোসেন, চিতশী সভাপতি ফিরোজ আলম মামুন, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম, মহনপুর সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক তমিজ উদ্দিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
.

বক্তারা বলেন, একজন নকল নবিসকে মাসে ৩শ’ পৃষ্ঠা লিখতে হয়। ৩শ’ পৃষ্ঠা লেখনি বাবদ সরকার জনগণের কাছ থেকে ১২ হাজার টাকা আদায় করেন। চাকরি জাতীয়করণ করলে ৪২তম গ্রেডে একজন নকল নবিসকে সব মিলিয়ে দিতে হবে ৮ হাজার ১২ টাকা। সরকারের অতিরিক্ত রাজস্ব আয় হবে ৩ হাজার ৯শ’ ৮৭ টাকা।

তারা আরো বলেন, এটি এমন একটি খাত যেখানে নকল নবিসদের চাকরি জাতীয়করণ করলে সরকারকে অন্য কোন খাত থেকে অর্থ সংস্থান করতে হবে না। বরং রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি এই গুরুত্বপূর্ণ খাতটিকে জবাব দিহিতার মধ্যে আনয়ন করে কাজের গুণগত মান বৃদ্ধি করা সম্ভব।

১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার বাস্তবায়নের দাবিতে এবং ১৯৮৪ সালের ১৬ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকাকালীন এক্সটা মোহরারদের চাকরি স্থায়ীকরণের ঘোষণা দেন।

আমলা তান্ত্রিক জটিলতায় বর্তমানে আটকে আছে। দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৭জুন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করার ঘোষণা দেয়াে হয়েছে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
১১ জুন ২০১৯