Home / চাঁদপুর / চাঁদপুর টাইমসের সাথে ‘ব্রেকিং নিউজ এলার্ট’ বিষয়ে রবি-এয়ারটেলের চুক্তি
news-alert

চাঁদপুর টাইমসের সাথে ‘ব্রেকিং নিউজ এলার্ট’ বিষয়ে রবি-এয়ারটেলের চুক্তি

অনলাইন নিউজ চাঁদপুর টাইমসের সাথে মুঠোফোনে ব্রেকিং নিউজ এলার্ট বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে রবি ও এয়ারটেল।

শুক্রবার (১৪ জুন) এ বিষয়ে রবি-এয়ারটেলের পক্ষে বিডিঅ্যাপসের কমিউনিটি ডেভেলপার মোহাম্মদ আরিফ হাসান চাঁদপুর টাইমসের পক্ষে সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের চুক্তিবদ্ধ হন।

এ চুক্তির ফলে এখন থেকে শুধু চাঁদপুর জেলা নয়, সারাদেশের রবি এবং এয়ারটেল গ্রাহকরা *২১৩*৩৬০০# ডায়াল করে রেজিস্ট্রেশনের মাধ্যমে মাসজুড়ে প্রতিদিন একাধিকবার ব্রেকিং নিউজ জানতে পারবে।

এর জন্যে প্রতিদিন গ্রাহকের খরচ হবে ২ টাকা ৫৫ পয়সা । এ খরচে ২৪ ঘণ্টায় একাধিকবার ব্রেকিং নিউজ জানার সুযোগ থাকবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও গ্রাহকরা রেজিস্ট্রেশন করতে পারবে। এসএমএস পদ্ধতি হলো start < স্পেস> ctn লিখে ২১২১৩ নাম্বারে পাঠাতে হবে।

করেসপন্ডেন্ট
১৯ জুন ২০১৯