Home / উপজেলা সংবাদ / কচুয়া / চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশে নতুন করে সেই ফাঁকা রাস্তার কাজ শুরু
news-affect-in-kachua

চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশে নতুন করে সেই ফাঁকা রাস্তার কাজ শুরু

চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামে একটি কাঁচা রাস্তা পাকা করনের দুই দিনে ফাঁকা হয়ে যাওয়ার তোলপাড়ের ঘটনায় সবার প্রথম সচিত্র প্রতিবেদন প্রকাশ করে ‘অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসস। পরবর্তীতে স্থানীয় ও জাতীয় বেশ কিছু দৈনিকে গুরুত্বের সাথে সংবাদটি প্রকাশ পা।

অবশেষে গত দুদিনে কচুয়া উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেনের তত্বাবধানে এ কাজ নতুন করে পুনরায় এগিয়ে চলছে। সোমবার (২১ মে) সকালে সরেজমিনে গেলে স্থানীয় একাধিক লোকজন বর্তমানে ওই রাস্তার কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দা মো. আমির হোসেন, সাকিবুল হাসান বাসেদসহ আরো অনেকে জানান, শুরুতে রাস্তার কাজ নিম্মমানের হওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ শুরু করেন, আর সংবাদকর্মীরা স্থানীয়দের প্রতিবাদের বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকায় ও সোসাল মিডিয়ায় (ফেসবুকে) সংবাদ তুলে ধরে এবং যথারীতি এনিয়ে এলাকায় বেশ সমালোচনাল ঝঁড় উঠে।

এসংবাদ পেয়ে পরদিন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে কাজ হয় বন্ধ না হয় নিয়মানুসারে ভালো ভাবে করর নির্দেশ প্রদান করেণ। পরে কচুয়া উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে গত দুদিন কাজের ভালোভাবে তদারকি করে যাচ্ছেন।

এলাকাবাসী জানান, আগের চেয়ে এখন কাজের মান অনেক ভালো হচ্ছে এবং এজন্য তারা সংবাদ কর্মীদের ভালো কাজের সাথে থাকার জন্য ধন্যবাদ জানান।
প্রসঙ্গত,, কচুয়া উপজেলার মনপুরা গ্রামের ভিতরে আড়াই কিলোমিটার সড়কের ১ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে ২০১৫- ২০১৬ অর্থ বছরে বরাদ্দ দেয়া হয়।
দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজের শুরু থেকেই নানা অনিয়ম ও নিম্নমানের ইট সামগ্রী (উপকরণ) দিয়ে কাজ করলে এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ভালো ভাবে কাজ করতে জোড়ালো প্রতিবাদ করেন।

চাঁদপুর টাইমসে প্রকাশিত আগের সংবাদটি দেখুন- কচুয়ায় কাঁচা রাস্তা পাকা শেষে দুই দিনেই ফাঁকা : সমালোচনার ঝড়

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
২০ মে ২০১৯