Home / চাঁদপুর / চাঁদপুরে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলোতে পৌঁছে গেছে নতুন বই
চাঁদপুরে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলোতে পৌঁছে গেছে নতুন বই
ফাইল ছবি

চাঁদপুরে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলোতে পৌঁছে গেছে নতুন বই

চাঁদপুরে আগামি ২০১৯ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে ৫৯ লাখ বই পৌঁছেছে এবং তা স্ব স্ব উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ সম্পন্ন হয়েছে।

এর মধ্যে চাঁদপুরের ৮ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে ১৫ লাখ ৯৯ হাজার এবং মাধ্যমিক শিক্ষা বিভাগে ৪২ লাখ ৯৩ হাজার কপি রয়েছে।

চাঁদপুর জেলায় মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ি, এসএসসি ভোকেশনাল,দাখিল ভোকেশনাল ও ইংরেজি ভার্সনের ৪২ লাখ ৯৩ হাজার ৪৩ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছিল। সব বই চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পৌঁছেছে।

প্রাপ্ততথ্য মতে, জেলায় ৮ উপজেলায় মাধ্যমিক স্তরে ২৯ লাখ ৭৮ হাজার ৪’শ ৬ কপি চাহিদা প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে ৮ লাখ ৭৮ হাজার ২’শ ৩৭ কপি দাখিল , ৩ লাখ ৮৯ হাজার ৩ শ ৬৬ কপি ,এসএসসি ভোকেশনাল ৪১ হাজার ৭৫ কপি এবং ইংরেজি ভার্সন ৫ হাজার ৯’শ ৫৯ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছিল। এরইমধ্যে জেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে গেছে বলে মাধ্যমিক শিক্ষা অফিসের এক সূত্রে জানা গেছে ।

এ ব্যাপরে জেলা শিক্ষা অফিসার মো.সফি উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদপুর টাইমসকে জানান, ‘ চাঁদপুরে ৯৪% বই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হয়েছে। বাকিটা হয়তো নির্বাচনের জন্য পিছিয়ে যেতে পারে। তবে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বই উৎসবের উদ্বোধন করেছেন তাই আমাদের চাঁদপুরে ১ জানুয়ারি বই উৎসব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না। বই উৎসব ১ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। ’

এদিকে চাঁদপুরের ৮ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে আগামি ২০১৯ শিক্ষাবর্ষে ১৫ লাখ ৯৯ হাজার বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে এবং এরইমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় আসা শুরু হয়েছে।

২০১৯ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদানের জন্যে এ চাহিদা প্রেরণ করা হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস চাঁদপুর টাইমসকে জানিয়েছে।

প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে দেয়া তথ্য মতে , ১ম শ্রেণির ৭০ হাজার ৯শ ২৪ শিক্ষার্থীর জন্যে ২ লাখ ১২ হাজার ৭ শ’ ৭২ কপি, ২য় শ্রেণির ৭০ হাজার ৫শ ৪৩ শিক্ষার্থীর জন্যে ২ লাখ ১১ হাজার ৬ শ’ ২৯ কপি, ৩য় শ্রেণির ৬৬ হাজার ৯শ’ ৩৪ শিক্ষার্থীর জন্যে ৪ লাখ ১ হাজার ৬ শ’ ৪ কপি, ৪র্থ শ্রেণির ৬৫ হাজার ৬শ’ ৪১ শিক্ষার্থীর জন্যে ৩ লাখ ৯৩ হাজার ৮ শ’ ৪৬ কপি এবং ৫ম শ্রেণির ৬৩ হাজার ১ শ’ ৯৭ শিক্ষার্থীর জন্যে ৩ লাখ ৭৯ হাজার ১ শ’ ৮২ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছিল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শাহবুদ্দিন চাঁদপুর টাইমসকে বলেন , ‘ সকল চাহিদাকৃত বই চাঁদপুরে এসে পৌঁছছে এবং ডিসেম্বরের মধ্যে স্ব-স্ব উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছানোর জন্যে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা রয়েছে এবং তা করা হয়েছে। যাতে ২০১৯ সালের ১ জানুয়ারি সারা দেশের ন্যায় চাঁদপুরেও ‘বই উৎসব’ পালন করা যায়। বই দিবস পালনে কোনো সমস্যা নেই । ’

প্রসঙ্গত , চাঁদপুর জেলায় ৮ প্রকারের ১ হাজার ৯ শ ৯৮ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ২শ ৩৯ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১ হাজার ১ শ’৫৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

প্রতিবেদক : আবদুল গনি
২৭ ডিসেম্বর , ২০১৮ বৃহস্পতিবার

Leave a Reply