Home / চাঁদপুর / ঢাবিতে চান্স পেলো চাঁদপুরের মাদ্রাসা শিক্ষার্থী মুজাহিদ
Mujahidul-islam

ঢাবিতে চান্স পেলো চাঁদপুরের মাদ্রাসা শিক্ষার্থী মুজাহিদ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামের কৃতি ছাত্র মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ২০১৯-’২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাস্থান ১৫ তম হয়ে ভর্তির সুযোগ পেলো।

মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চাঁদপুর সদরের বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সমাপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাগাদী আহামদিয়া ফাজিল ডিগ্রী মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় এবং ২০১৭ সালে জিপিএ ৫ পেলে দাখিল পাশ করে।

২০১৭ সালে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজে চান্স পেয়েও শারীরিক অসুস্থতার জন্য ২০১৭ সালে বাগাদী আহামদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় পুনরায় ভর্তি হয়ে ২০১৯ সালে আলিম পাশ করে। এবং এখানেও জিপিএ- ৫ পায় ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ -৫ অর্জন করে মুজাহিদ আত্মপ্রত্যয়ী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে। এর মধ্যে ঢাবিতেই ভর্তির সুযোগ মেলে । সে ইংরেজি বা আইন বিষয়ে পড়াশুনা করতে অগ্রহী ।

তার গ্রামের বাড়ি চাঁদপুর সদরের মধ্য বাগাদী কাদির মাওলানা সাহেবের বাড়ি। তার বাবার নাম মাওঃ মোহাম্মদ আবদুল কাদের ও মাতার নাম খাদিজা বেগম । তার বাবা চাঁদপুর সদরের বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং ২০০৮ সালের বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের সাবেক নির্বাচিত অভিভাবক প্রতিনিধি।

তারা তিন ভাই দু’বোন, মুজাহিদ ২য়। তার বড় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকায় ফার্নিচার ব্যবসায়ী। তার পরিবার চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডের সোনালী শিড়িতে বসবাসরত।

তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সে সবার কাছে দোয়া প্রার্থী।

প্রেস বিজ্ঞপ্তি, ৩০ অক্টোবর ২০১৯