Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব পৌর ভবন স্থানান্তর করলে আন্দোলন
motlob-pour-bhaban-

মতলব পৌর ভবন স্থানান্তর করলে আন্দোলন

চাঁদপুরের মতলব পৌরসভার ভবন স্থানাস্তর না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন নগরবাসী। বুধবার (১০ এপ্রিল) বিকেলে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে নাগরিক সমাবেশে এই দাবি জানানো হয়।

পৌরবাসীর দুর্ভোগ সৃষ্টি না করে ভবনটি স্থানান্তরিত না হয় যে ব্যাপারে পৌরসভার মেয়রসহ সকলের প্রতি জোর অনুরোধ জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য পৌরসভার ভবনটি উপজেলা সদর থেকে ৫ কিলো মিটার দুরে নেওয়ার চেষ্টা করছে। নগরবাসীর মতামত না নিয়ে এ ধরনের কর্মকাণ্ড যারা করছেন তাদের প্রতি ক্ষুব্দ নগরবাসী। নগরবাসীর সুবিধার জন্য যে কোন ধরনের আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত সকলে।

মতলব বাজারে বিশিষ্ট ব্যাবসায়ী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি শঙ্কর রাও নাগের সভাপতিত্বে এবং আ’লীগ নেতা আবুল কালাম মিয়াজীর পরিচালনায় নাগরিক সমাবেশে বক্তত্ব রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এস এম সেলিম, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ শাহ গিয়াস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, আ’লীগ নেতা লোকমান হোসেন বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক উত্তম ঘোষ, এমরান হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, পৌর যুব লীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, পৌর যুবদলের সভাপতি মজিবুর রহমান সরকার, মতলব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রধান, ব্যবসায়ী ফজলে রাব্বী ইয়ামিন।

এ বিষয়ে পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনের নিকট জানতে চাইলে বলেন, পৌরসভার ভবন করতে কমপক্ষে ৬০ শতাংশ জায়গা দরকার। বর্তমানে যেখানে পৌরসভা অফিস সেখানে ওই পরিমান জায়গার ব্যবস্থা হলে সেখানেই ভবন করা যাবে। পৌর ভবন পৌরসভা এলাকার যেকোনো স্থানেই হতে পারে।

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল, ২০১৯