Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / শিশুকে বাঁচাতে লঞ্চ থেকে মেঘনায় ঝাঁপ দিলেন মা : দু’জনই নিখোঁজ
mom and child love

শিশুকে বাঁচাতে লঞ্চ থেকে মেঘনায় ঝাঁপ দিলেন মা : দু’জনই নিখোঁজ

মানুষের মুখে ফোটা প্রথম শব্দটি ‘মা’। মায়ের শরীরে সন্তানের জন্ম। জন্মের পর মাকেই শিশু সবার আগে চেনে। সন্তানের কাছে ‘মা’ ডাকটি যেমন সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন।

তেমনি একজন মায়ের কাছেও সন্তানের মুখ থেকে ‘মা’ ডাক শোনাটি সবচেয়ে ভালোলাগার মুহূর্ত। আর সে ডাক শোনা থেকে নিজেকে বিরত রাখতে চান না বলেই মায়ের ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে গিয়ে দুর্ঘটনার বলি হলেন এক মা।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলন্ত লঞ্চ থেকে শিশু সন্তান পড়ে গেলে তাকে বাঁচাতে মা মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়েছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) এ রিপোর্ট লেখা পর্যন্ত মা ও শিশু দুইজনই নিখোঁজ রয়েছেন।

জানা যায়, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে আসা এমভি হাসান ইমাম-২ লঞ্চটি বিকাল ৪ টারদিকে মেঘনা নদীতে আসলে চলন্ত অবস্থায় লঞ্চ থেকে একটি শিশু নদীতে পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে তার মা পানিতে ঝাঁপিয়ে পড়েন। এখন পর্যন্ত দুইজনই নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের উদ্ধারকারী দল নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। সংবাদ পেয়ে উদ্ধার কাজ পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

লঞ্চের একজন যাত্রী ৯৯৯ এ ফোন করে ঘটনাটি জানালে অভিযান পরিচালনা শুরু হয়। তবে তথ্য-দাতা ঘটনাস্থল সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। মতলব উত্তর উপজেলায় উদ্ধার অভিযান চলছে। পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

পরের সংবাদটি পড়ুন-  চাঁদপুরের মেঘনায় নিখোঁজ হওয়া মা’র লাশ মিললো মুন্সিগঞ্জে

বার্তা কক্ষ
২৬ ফেব্রুয়ারি, ২-১০