Home / উপজেলা সংবাদ / কচুয়া / মনোয়নপত্রে যৌথ নাম : শেষ পর্যন্ত কচুয়ায় একক মাঝি কে !
Mohiuddin-khan-alamgir

মনোয়নপত্রে যৌথ নাম : শেষ পর্যন্ত কচুয়ায় একক মাঝি কে !

চাঁদপুর-১ (কচুয়া) আসনে শেষ পর্যন্ত আওয়ামীলীগের নৌকার মাঝি কে হচ্ছেন! এ নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতুহলের যেন শেষ নেই।

রোববার (২৫ নভেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগ একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে মনোনয়নপত্র ঘোষণার মাধ্যমে এর যাত্রা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

এছাড়াও বেশ কিছু উপজেলায় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। তন্মধ্যে চাঁদপুর-১ কচুয়া আসনে দলীয় পদে দু’জন হেভিওয়েট প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও এনবিআরের সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের যৌথ নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত ঘোষণা দেয়া হয়।

এরই মাধ্যমে চাঁদপুর-১ কচুয়া নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও তাঁদের কর্মী সমর্থকদের মাঝে দলীয় প্রতীক পাওয়ার আখাঙ্কার পাশাপাশি হতাশাও দেখা দিয়েছে।

এ নিয়ে উপজেলার সর্বত্র রীতিমতো নানান গুঞ্জন দেখা দিয়েছে। কে পাচ্ছন বৃহত্তম এই দলের সোনার হরিন প্রতীক নৌকা।

কেউ মনে করছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কোন কারনে শেষ পর্যন্ত টিকেট না পেলে কিংবা বিএনপি’ এ আসনে কাকে দলীয় মনোনয়ন দিচ্ছেন, সেদিকে বিবেচনা করে মনোনয়ন দেয়া হবে প্রতীক।

তবে গত শুক্রবার ভোররাতে চট্টগ্রামের ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়ার উপর নির্ভর করছে কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র মনোনয়ন, এমনটাই মনে করছেন অনেকে।

অন্যদিকে অপর এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম হোসেন ও গত কয়েক মাসে টানা কচুয়ায় নির্বাচনী মাঠে পরীক্ষিত ভাবে নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন দৌড়ে মাঠে নেমেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর কোন কারণে বাদ পড়লে হয়তো আলহাজ্ব গোলাম হোসেনের ভাগ্য খুলে যেতে পারে।

সব মিলিয়ে আগামী দু’এক দিনের মধ্যে বিএনপি’র মনোনয়ন পত্র ঘোষণা হলেই এর সমাধান হবে বলে মনে করছেন, রাজনৈতিক বিশ্লেষকরা।

এ ব্যাপারে কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারী বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর সু-দীর্ঘ ৩০ বছর ধরে অবহেলিত কচুয়া উপজেলাকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়েছেন। আর আমি মনে করি আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক পাবেন এবং সংসদ সদস্য নির্বাচিত হবেন।

এনবিআর সাবেক চেয়ারম্যান ও সচিব দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. গোলাম হোসেনের সমর্থক ও জেলা পরিষদ সদস্য মো. জোবায়ের হোসেন বলেন যেহেতু দলীয় মনোননয়পত্রে তাঁর (আলহাজ্ব মো. গোলাম হোসেনের) নাম রয়েছে, আশা করি তিনি সকলের দোয়ায় শেষ পর্যন্ত দলীয় প্রতীকও পাবেন এবং সংসদ সদস্য নির্বাচিত হবেন।

সব মিলিয়ে কচুয়া আসনে শেষ পর্যন্ত আওয়ামীলীগ ও বিএনপি’র দলীয় টিকেট কে পাচ্ছেন এদিকেই তাকিয়ে আছে পুরো উপজেলাবাসী।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
২৫ নভেম্বর, ২০১৮

Leave a Reply