Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে মেধা উন্নয়ন-উৎসাহ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

হাইমচরে মেধা উন্নয়ন-উৎসাহ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চাঁদপুর হাইমচরে গন্ডামারা আবদুল ওহাব-সুফিয়া খাতুন ফাউন্ডেশন এর উদ্যোগে মেধা উন্নয়ন-উৎসাহ সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে শিক্ষা অর্জনে উৎসাহ প্রদান করা হয়। এস.এস.সি, এইচএসসি ও সমমানের পরিক্ষায় অংশগ্রহন করে জিপিএ ৫ প্রাপ্তদের সম্মানী প্রদান করা হয়।
২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় গন্ডামারা আবদুল ওহাব-সুফিয়া খাতুন ফাউন্ডেশন এর আয়োজনে মোয়াজ্জেম হোসেন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ মেধা উন্নয়ন-উৎসাহ সংবর্ধনা অনুষ্ঠানে আলহাজ্ব এস এম মফিজুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা কামরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নূর হোসেন পাটওয়ারী।

তিনি বলেন- শিক্ষার মানোন্নয়নে কাজ করার জন্য আমি সর্বদা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। আমি উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্বে থাকা পর্যন্ত কোনো শিক্ষার্থী টাকার অভাবে শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হবে এটা আমি কোনোভাবেই হতে দেবো না৷ তিনি আরো বলেন হাইমচরে মোয়াজ্জেম হোসেন কলেজ সহ প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে ও প্রাতিষ্ঠানি উন্নয়নে সর্বাত্মক কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা পেলে মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দিপু মনির সার্বিক সহযোগিতা নিয়ে হাইমচরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।
তিনি আরও বলেন- শিক্ষার মানোন্নয়নে আজ উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগনকে সাক্ষী রেখে বলে যাচ্ছি চাঁদপুর ৩ আসনের সাংসদ, মাননীয় শিক্ষামন্ত্রীর হাতে পায়ে ধরে হলেও এই মোয়াজ্জেম হোসেন কলেজকে এমপিওভুক্ত করে দিব। কোনোভাবেই যেনো আমার উপজেলার কোনো শিক্ষার্থী শিক্ষা অর্জন থেকে ঝরে না পড়ে সে ব্যাপারে আমি সজাগ দৃষ্টি রেখে কাজ করে যাবো।

প্রধান অতিথির বক্তব্য শেষে মোয়াজ্জেম হোসেন কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মোয়াজ্জেম হোসেন সহ অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থী ও বিগত পরিক্ষাগুলোতে জিপিএ ৫ প্রাপ্তদের হাতে সম্মানী তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রনালয় এর যুগ্ম সচিব ও ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মোঃ শাহাদাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এ জেড এম শামসুদ্দিন (ফারুক), হাইমচর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ জহিরুল ইসলাম খাঁন।
উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খোরশেদ আলম, জাতীয় সাংবাদিক সংস্থা হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহআলম মিজি, গন্ডামারা ফাজিল মাদরাসার ইংরেজি প্রভাষক মোঃ শামীম হোসেন, আরবি প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান, চরভাঙ্গা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আঃ সোবাহান, মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মুসলিম সহ বিভিন্ন স্কুল, মাদরাসা, কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রতিবেদক : বিএম ইসমাইল, ৩০ আগস্ট ২০১৯