Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
Chandpur-Biddut-Picture
খামের বিপরীতে গাছের সাথে বিদ্যুতের তার (ফাইল ছবি)

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবা (৯ এপ্রিল) সকালে ৮টার উপজেলার উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা গ্রামের নিজ বসতঘরের সামনের নারকেল গাছের ডাল কাঁটার সময় এঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম মো. আবুল খাঁয়ের (৫০)। তিনি ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগ সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শী মোরর্শেদ আলম বলেন, বশতঘরের পাশ দিয়ে বৈদ্যুতিক লাইন গেছে। অসতর্কতাবশত শিক্ষক আবুল খাঁয়ের দুর্ঘটনার শিকার হন এবং বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত আবুল খাঁয়েরের নিকটাত্মীয় এস এম শামীম আহমাদ বলেন, বশতঘরের পাশ দিয়ে বৈদ্যুতিক লাইন গেছে। অসতর্কতাবশত আমার ফুফা শিক্ষক আবুল খাঁয়ের দুর্ঘটনার শিকার হন এবং বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করোন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রকিব বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষক নিহত হওয়ার ঘটনার পর, আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, আমরা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দিয়েছি।

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল, ২০১৯