Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় প্রতিপক্ষ গ্রুপের হামলায় আওয়ামী লীগ নেতাসহ আহত ৪
Shamim

কচুয়ায় প্রতিপক্ষ গ্রুপের হামলায় আওয়ামী লীগ নেতাসহ আহত ৪

চাঁদপুর কচুয়া উপজেলার জগতপুর বাজারে উপজেলা নির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষ গ্রুপের হামলায় আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনামুল হক শামীমসহ ৪জন গুরুতর আহত হয়েছে।

অপর আহতরা হলো একই ইউনিয়নের জগৎপুর গ্রামের বেলায়েত, হাবীব উল্যাহ ও সুরুজ।

আহতদের মধ্যে সুরুজকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর তিন আহতদেরকে কুমিল্লার কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে জগৎপুর বাজারে ঘটেছে।

স্থানীয়রা জানায়, আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা হেলাল মুন্সির নেতৃত্বে ১০-১২জন উশৃঙ্খল লোকজন কাজী এনামুল হক শামীম ও অপর আহতদের উপর দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

আহতের মধ্যে শামীমের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষনে কুমিল্লা মুন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলে তার পরিবার সূত্রে জানাগেছে। তাকে হামলাকারীরা দেশীয় কুড়াল দিয়ে কুপিয়ে মাথা, ডান চোখ ও বাম পায়ের হাটুর অংশসহ শরীরের বেশকিছু স্থানে রক্তাত্ব জখম করা হয়।

রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে গত কয়েকমাস যাবৎ তাদের মধ্যে দন্দ্ব (দুটি গ্রুপের মধ্য) রয়েছে। হেলাল মুন্সি গ্রুপের বিরুদ্ধে একটি মামলা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ওই মামলায় বেশ কয়েকজন গ্রেফতার হয়ে জামিনে এসে এই মারধরের ঘটনা ঘটায় স্থানীয় লোকজন দাবি করেছেন।

কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়ালী উল্লাহ জানান, এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১৫ মার্চ,২০১৯