Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিয়ের প্রলোভনে যুবতীর সাথে প্রতারণা
munshi
ইব্রাহিম মুন্সী।

কচুয়ায় বিয়ের প্রলোভনে যুবতীর সাথে প্রতারণা

চাঁদপুর কচুয়ায় উত্তর শিবপুর গ্রামে এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে। একই উপজেলার পাশ্ববর্তী আলীয়ারা গ্রামের মুন্সী বাড়ির অধিবাসী মৃত আবুল হাসেম মুন্সীর ছেলে ইব্রাহিম মুন্সীর বিরুদ্ধে প্রতারণা স্বীকার ওই যুবতী ও তার ক্ষতিগ্রস্থ পরিবার এ অভিযোগ তুলেছেন।

এ ঘটনায় প্রতারক ইব্রাহিম মুন্সীকে প্রধান আসামী করে ও তার সহযোগীর দু’জনের নাম উল্লেখ করে প্রতারণা স্বীকার যুবতী কচুয়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। যার নং- ০৮। তারিখ : ১৭-১২-২০১৮ খ্রি:।

মামলায় আলীয়ারা গ্রামের সুরুজ মিয়া ও উত্তর শিবপুর গ্রামের মহসিন মিয়া নামে দু’জনকে আাসমী করা হয়েছে। মামলার প্রেক্ষিতে কচুয়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো: মনিরুজ্জামান ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাদীর দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের দিকে উপজেলার উত্তর শিবপুর গ্রামের মৃত আব্দুল মবিনের যুবতী কন্যা এর সাথে পাশ্ববর্তী আলীয়ারা গ্রামের অধিবাসী বখাটে যুবক ইব্রাহিম মুন্সীর প্রেম হয়। ওই সময় বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে যুবতীর পরিবারের পক্ষ থেকে ইব্রাহিমকে তাকে বিয়ের কথা জানালে যুবক ইব্রাহিম বিয়ে করি করছি বলে কালক্ষেপন করে। পরবর্তীতে ওই যুবতীকে তার পরিবার ঢাকায় বিয়ে দেন। কিন্তু এতে আবারো বাধসাজে যুবক ইব্রাহিম মুন্সী।

যুবতীর ওই স্বামীর সংসারে বিভিন্ন সময়ে আজে বাজে কথা বলে অশান্তির সৃষ্টি করে ওই স্বামীর ঘর থেকে তাকে ডিভোর্স করায়।

২০১৮ সালের ১৮ নভেম্বর রাত ৮টার সময় যুবতীর বাড়িতে এসে যুবক ইব্রাহিম মুন্সী, বাড়ির উত্তর পাশে নির্জন বাগানের ভিতরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে লিপ্ত হয় বলে মামলায় উল্লেখ করেন। এক পর্যায়ে তাকে বিয়ে করার কথা বললে এতেও ইব্রাহিম মুন্সী কালক্ষেপন করে তালবাহানা শুরু করে ।

২০১৮ সালে ২৫ নভেম্বর তাকে বিয়ে করবে বলে একটি ডায়মন্ডের নাকফুল,একটি স্বর্নের আংটি পড়িয়ে দিয়ে কয়েক দিনের মধ্যে বিয়ে করবে বলে ইব্রাহিম জানান। পরবর্তীতে ২৮ নভেম্বর বিকালে যুবতীর পরিবারের পক্ষ থেকে বিয়ের কথা বললে ইব্রাহিম মুন্সী বাদীর উপর মারমুখী আচরণ করে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এ ব্যাপারে মামলার বাদী যুবতী বলেন, যুবক ইব্রাহিম মুন্সী আমার সাথে প্রেমের ছলে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার পূর্বে স্বামীর সংসার নষ্ট করেছে। এখন আবার আমাকে বিয়ে করবে করবে বলে প্রতারণার আশ্রয় নিচ্ছে । আমি আমার বিয়ের অধিকার চাই। এজন্যে প্রশাসন, জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছি।

অপর দিকে প্রতারণার স্বীকার যুবতী আরো জানান, গত সোমবার মধ্য রাতে (৭ জানুয়ারি) পূনরায় ইব্রাহিম মুন্সী তার ঘরের সিঁধ কেটে প্রবেশ করে তাকে টানা হেচড়া করে বের করে হত্যার চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ইব্রাহিম মৃন্সী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

অপরদিকে তিনি আরো জানান, এতো কিছু করার পরও ইব্রাহিম মুন্সী আমাকে ও আমার পরিবারের বিরুদ্ধে চাঁদপুরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে উল্টো মিথ্যা ঘটনা সাজিয়ে একটি মামলা দায়ের করে আমাদের হয়রানি করার চেষ্টায় লিপ্ত হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত ইব্রাহিম মুন্সীর বক্তব্য জানতে তার মোবাইলে বারবার চেষ্টা করেও তাকে মোবাইলে পাওয়া যায়নি।

স্টাফ করেসপন্ডেট
১৩ জানুয়ারি,২০১৯

Leave a Reply