Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাবো: অ্যাড.রোমান
roman

ফরিদগঞ্জের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাবো: অ্যাড.রোমান

চাঁদপুর ফরিদগঞ্জে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেছেন,‘আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে, ফরিদগঞ্জের উন্নয়ন ও জনগনের কল্যাণে কাজ করে যাবো। জননেত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন ‘গ্রাম হবে শহর’। আমাদের আর শহরে যেতে হবে না। গ্রামের মধ্যে শহরের সকল সুযোগ সুবিধা থাকবে। এ জন্য শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।’

আমি কোন ব্যবসায়ী না, যে টাকা দিয়ে ভোট কিনবো। আপনাদের এলাকার সন্তান হিসেবে খালি হাতে আপনাদের কাছে এসেছি। আমার লক্ষ একটাই জনগণের কল্যাণে কাজ করা। যদি নৌকা পরাজিত হয় সমগ্র ফরিদগঞ্জবাসী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন থেকে বঞ্চিত হবে।’

মঙ্গলবার(১২ মার্চ) ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কড়ৈতলী আলিম মাদ্রসা মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমি আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি। জননেত্রী শেখ হাসিনার কাছে যেতে আমার কোন মিডিয়া লাগে না। সারা বিশ্বের মানুষ অবাক বিস্ময়ে শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকে। বিশ্ব নেতারা শেখ হাসিনাকে সম্মান করে। আমি ফরিদগঞ্জের উন্নয়নে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট চাই।’

পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শওকত আলী বিএসসির সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক পাটওয়ারীর পরিচলানায় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান মিটু, জেলা পরিষদের সদস্য ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউপি সদস্য আলী হায়দার উজ্জল পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াসিন পাটওয়ারী, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি রাজিয়া সুলতানা দীপু, কড়ৈতলী আলিম মাদ্রাসার প্রভাষক জাহাঙ্গীর আলম।

এছাড়া গণসংযোগসহ অন্যান্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ ভূঁইয়া, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সুলতান আহম্মেদ রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. মাহাবুব আলম, পাইকপাড়া উত্তর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পি এম আক্তার, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান, পৌর কাউন্সিলর মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, ইউপি সদস্য মাহিন মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফয়সাল পাটওয়ারী, রাশেদ হোসেন দুর্জয় প্রমুখ।

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
১২ মার্চ,২০১৯