Home / চাঁদপুর / চাঁদপুর আইটি কম্পিউটার সিটির ১৩ বছর পূর্তিতে র‌্যালি ও সেমিনার
IT-Computer-city

চাঁদপুর আইটি কম্পিউটার সিটির ১৩ বছর পূর্তিতে র‌্যালি ও সেমিনার

চাঁদপুরে আইটি কম্পিউটার সিটি’র ১৩ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯ টায় প্রতিষ্ঠানটির কার্যালয় বাসস্ট্যান্ড ফয়সাল মার্কেট থেকে র‌্যালি শুরু হয়ে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত।

আলোচনা সভায় দৈনিক চাঁদপুর খবরের প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলাম নিরবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বার্তা সংস্থা ইউএনবি বাংলা বিভাগের কান্ট্রি এডিটর সাংবাদিক রাশেদ শাহরিয়ার পলাশ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাছির উদ্দিন আহমেদ, আইসিটি ট্রেইনার আজহার মাহমুদ, ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব চাঁদপুরের সহ-সভাপতি ও চাঁদপুর টাইমসের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, মিজি আইটির পরিচালক ফ্রিল্যান্সার মিজি মাসুম প্রমুখ।

বক্তারা বলেন আগামির বাংলাদেশ আইসিটির অগ্রযাত্রার বাংলাদেশ। উন্নয়নের হাতিয়ার হচ্ছে আইসিটি। যারা আইসিটি জানবে না, তারা আগামি প্রজন্মের জন্যে বোঝা হয়ে যাবে। চাঁদপুর আইটি কম্পিউটার সিটি বিগত ১৩ বছরে প্রায় ৫ হাজার প্রশিক্ষণার্থীকে আইসিটি ট্রেনিং দিয়েছে। যা অভাবনীয় সাফল্য হিসেবে ধরা যায়। এরকম একটি প্রতিষ্ঠান ইলিশের বাড়ি চাঁদপুরের জন্যে নিঃসন্দেহে গর্বের বিষয়।

এর আগে প্রশিক্ষণার্থীদের জন্যে আয়োজিত সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে ব্যাসিক আইটি বিষয়ে কথা বলেন রাশেদ শাহরিয়ার পলাশ ও আজহার মাহমুদ।

পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কুইজের পুরস্কার বিতরণ করেন।

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০১৯